রক্ত ঝরিয়ে দেয়ালে লিখলো ‘ভিসির পদত্যাগ চাই’

রক্তদিয়ে লিখে ভিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা।
রক্তদিয়ে লিখে ভিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা।  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪৮ ঘণ্টা আল্টিমেটাম শেষ হওয়ার পরও উপাচার্য পদত্যাগ না করায় রক্ত দিয়ে দেয়াল লিখন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে ‘ভিসির পদত্যাগ চাই’ শীর্ষক দেয়াল লিখনের কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে নিজেদের শরীরের রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান লিখে ও ক্যাম্পাসজুড়ে পোস্টারিং করে। এর আগে টানা নবম দিনের মতো বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসে একাডেমিক ভবনের প্রশাসনিক শাখার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ চেয়ে এক দফা দাবিতে স্লোগান দেন।

গত ১ এপ্রিল শিক্ষার্থীরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে ভিসির পদত্যাগ চেয়ে স্মারকলিপি প্রদান করেন। তারপরই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২টায় আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর ভিসি পদত্যাগ না করায় রক্ত দিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ভিসি ড. এসএম ইমামুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, কোনো অবস্থাতেই পদত্যাগের প্রশ্নই আসে না। এছাড়াও শিগগিরই একাডেমিক কার্যক্রম শুরু হবে বলেও জানান ববি ভিসি।

দেয়ালে লিখে ভিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা।

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমানের সঙ্গে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আলোচনা করতে ক্যাম্পাসে গেলেও এতে কোনও সুরাহা হয়নি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে গালি দিলে বেগবান হয় আন্দোলন। এই পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা বন্ধের পরও হল ত্যাগ না করে টানা ৯ দিন আন্দোলন করে।


সর্বশেষ সংবাদ