ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’
- ইবি প্রদায়ক
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো চালু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্নার। বুধবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষক-কর্মকর্তারা।
জানা যায়, ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্নার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অংশ হিসেবে প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নারের জন্য জায়গা পরিদর্শন করেন ফাউন্ডেশনের মহাপরিচালক। এতে সংস্থাটির প্রকাশিত বিভিন্ন ইসলামিক প্রকাশনা, বই ও গবেষণা পত্র থাকবে।
পরিদর্শনকালে মহাপরিচালক আ. ছালাম খান বলেন, ‘আজকের পরিদর্শনের উদ্দেশ্য হল ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ইসলামিক ফাউন্ডেশন কর্নার প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামি ফাউন্ডেশনের প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শিত হবে। এসব বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। এ ছাড়াও কেউ যদি নতুন বই প্রকাশ করতে চান এবং সেটা প্রকাশযোগ্য মনে করেন; ইসলামি ফাউন্ডেশন নিজ অর্থায়নে সেটি প্রকাশ করবে।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইতোপূর্বে আমি ইসলামি ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামি ফাউন্ডেশন পূর্ব থেকেই একসাথে অনেক কাজ করেছে। আজকের এই পরিদর্শন মূলত একটি ইসলামিক ফাউন্ডেশন কর্নার প্রতিষ্ঠার জন্য। ইসলামি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত এই লাইব্রেরিতে বিভিন্ন ইসলামিক বই প্রদর্শিত হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করতে পারে।’