আস-সুন্নাহর আবাসন সুবিধা পাবেন জবির নবীন ৫০০ শিক্ষার্থী
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ৩ জুলাই (বৃহস্পতিবার)। এই ধাপে আবাসন সুবিধা পাবেন জবির নবীন ৫০০ শিক্ষার্থী।
রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১-এর প্রোভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৫০০ শিক্ষার্থী আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। আগ্রহী ছাত্রদের আগামী ৩ জুলাইয়ের (বৃহস্পতিবার) মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।
আবেদনের গুগল লিংক https://forms.gle/6tfDm92BK6cCxV5n9 এবং সরাসরি
আবেদন ফরম https://drive.google.com/file/d/15f0u_j_uVDdJ-Zxy57ApJhWSg4iKtluU/view?usp=drivesdk।