আন্তঃবিশ্বিবদ্যালয় ম্যারাথন প্রতিযোগিতা

ইবি শিক্ষার্থী তামান্নার গোল্ড মেডেল জয়

২৯ মার্চ ২০১৯, ০৪:৪৬ PM
ম্যারাথন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী তামান্না আক্তার

ম্যারাথন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী তামান্না আক্তার © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস ম্যারাথন প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয়ী হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার। সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন। বেলা সাড়ে ১১টায় তাকে পুরষ্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতির ঝিলের চক্রাকার রাস্তায় প্রায় সাড়ে ৭ হাজার মিটার এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৫টি সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তামান্না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, এটি আমাদের জন্য খুব আনন্দদায়ক ও অনুপ্রেরণা। আমাদের খেলাধুলায় যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেখানে একটি নতুন মাত্রা যুক্ত হলো। আশা করি এ প্রতিযোগিতায় আরো সফল হব।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত ১৭ মার্চ শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬