ঈদের ছুটিতে ক্ষুধার্ত প্রাণীদের পাশে ববি শিক্ষার্থীরা
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:১২ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীরা আবাসিক হল ও শিক্ষার্থীদের থেকে খাবার খেয়ে বেঁচে থাকে। বিশ্ববিদ্যালয় ঈদের দীর্ঘ ছুটি থাকায় এ সব প্রাণীদের খাবারের জন্য এগিয়ে এসেছে একদল শিক্ষার্থী। বুধবার (৪ই জুন) ক্যাম্পাসের আঙ্গিনায় বিচরণ করা প্রাণীদের মাঝে পাউরুটি ও ভাত বিতরণ করেন তারা। তাদের ব্যতিক্রম উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
গত ১ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ছেড়ে নাড়ির টানে বাড়িতে ফিরেছেন। শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ানো প্রাণীরা বিপাকে পড়েছেন। কারণ এসব প্রাণীদের খাদ্যের প্রধান উৎস বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের খাবারের উচ্ছিষ্ট। মানবিক দিক বিবেচনায় এ সব প্রাণির খাদ্যের যোগান দিতে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তারা ফান্ড কালেক্ট করে এ সব প্রাণিদের খাবারের ব্যবস্থা করেছেন।
এই বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী অনন্যা আফরিন বলেন, ‘আমার একটা কুকুর আছে তাই এ ধরনের প্রাণীদের প্রতি আমার ইমোশন কাজ করে। আমি ক্যাম্পাসে গেলে সাধারণত এসব প্রাণীদের খাবার দেই। ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবে, এ সময় ক্যাম্পাসে অবস্থানরত এরকম নির্বাক প্রাণীগুলোর খাদ্যের অভাব দেখা দিবে। তাই আমি এ রকম একটা উদ্যোগ গ্রহণ করি। এতে আমার বিভাগের সিনিয়র ও ব্যাচমেটরা সাহায্য করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এ ধরনের প্রাণীদের খাবারের জন্য আরও ৭ দিনের ফান্ড কালেকশন করা আছে। যদি ভালো সাড়া পাই তাহলে পুরো ছুটি জুড়ে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।’
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাউরিন জান্নাত উর্মি বলেন, এ সব প্রাণীরা ক্ষুধা লাগলেও কাউকে কিছু বলতে পারেনা। আমরা যদি তাদের পাশে দাঁড়ায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যেমন নেকি পাবো, অন্যদিকে মানবিকতার উদাহরণ হয়ে থাকবে। তাদের এই উদ্যোগ দেখে অন্যরাও উৎসাহিত হবে।