ঈদে টানা ১২ দিনের ছুটিতে কবি নজরুল সরকারি কলেজ
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ৩ জুন (সোমবার) থেকে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে কলেজের সকল ক্লাস ও পাঠ কার্যক্রম।
রবিবার (১ জুন) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।’
তবে সরকার নির্ধারিত কর্মদিবসে কলেজের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘১২ দিনের ছুটি ভাবতেই ভালো লাগছে! কয়েকদিন ধরেই মা ফোন করে বলছেন, কবে বাড়ি ফিরবো—আম তো প্রায় শেষ হয়ে যাচ্ছে! এবার ঈদ, আবার গ্রীষ্মকালীন আম-কাঁঠালের মৌসুম—সব মিলিয়ে ছুটিটা আনন্দেই কাটবে মনে হচ্ছে।’
বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, ‘আমি উত্তরবঙ্গের মানুষ। আমাদের ঈদের যাত্রা খুব কষ্টকর হয়। টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার। এবার ছুটি কিছুটা লম্বা হলেও ঈদের মতো বড় উৎসবের জন্য তা যথেষ্ট নয়। আমার মতে, অন্তত ১৫ দিনের ছুটি হলে যাত্রা হতো আরও স্বস্তিদায়ক।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ছাত্রছাত্রীদের ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে এবং পরিবারে ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ করে দিতেই এই ছুটি ঘোষণা করা হয়েছে।’