বর্ণিল আয়োজনে চবিতে বঙ্গবন্ধুর জন্মদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন চবি  উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।  © টিডিসি ফটো

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

এরপর ‘বিশ্বনেতা শেখ মুজিব’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণ দেন এবং প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

উপাচার্য তাঁর ভাষণে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে ত্রিশলক্ষ শহীদ, ‘৭৫ এর ১৫ আগস্ট ঘাতক হায়েনাদের হাতে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া, মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত দু’লক্ষ জায়া-জননী-কন্যার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। উপাচার্য ক্ষণজন্মা এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিকেই একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র উপহার দেননি তিনি বিশ্বের নিপীড়িত নির্যাতিত গণ মানুষের মুক্তির পথ প্রদর্শক। তাইতো তিনি ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ বিশ্বনেতা শেখ মুজিব খেতাবে ভূষিত হয়েছেন। উপাচার্য শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় উজ্জীবিত করে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ করে সকল প্রকার অশুভ-অন্ধকারের শক্তিকে নিধন করে আলোর পথের দিশারী হিসেবে গড়ে তোলার জন্য সম্মানিত অভিভাবকদের আহবান জানান।

পরে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন। চবি উপাচার্য জাতির জনকের শততম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে ২টি ফুলের চারা রোপন করেন।

বঙ্গবন্ধু সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি-উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্টার (তথ্য) জনাব দিবাকর বড়ুয়া।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ বিভিন্ন বিদ্যালয়ের প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ১০০০জন শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রভোস্টবৃন্দ, রেজিস্টার, বিভাগীয় সভাপতি এবং ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


সর্বশেষ সংবাদ