স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৭ দফা দাবিতে ভিসি অফিস ঘেরাও

ডাকসু নির্বাচনে ‘ভোট গ্রহণের সময়সীমা বৃদ্ধি, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া, পর্যবেক্ষকদের নিরাপত্তা, রাতে ব্যালট পেপার না পাঠানোসহ ৭ দফা দাবিতে ঢাকা ‌বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন চারটি প্যানেলের ভি‌পি ও জিএস প্রার্থীরা। রবিবার পৌনে চারটার দিকে প্রার্থীরা উপাচার্য বরাবার স্মারক‌লি‌পিও প্রদান করেন।

নির্বাচ‌ন সংক্রান্ত নানা অস্বচ্ছতার অভিযোগ তুলে স্মারকলিপি দিতে যাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- কোটা সংস্কার আন্দোলনের ভি‌পিপ্রার্থী নুরুল হক নুর ও ‌জিএস প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্র স্বাধিকার প‌রিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান, বামজোটের ভি‌পি প্রার্থী লিটন নন্দী ও স্বতন্ত্র জোটের অরণী সেম‌ন্তি খান, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ প্রমুখ।

আরো দেখুন: ডাকসু: অস্বচ্ছ ব্যালট বাক্সে স্বচ্ছ নিবাচন!

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ৭ দফা দাবিতে স্মারক‌লি‌পি দেন। তাদের দা‌বিগুলো হলো— ভোট গ্রহণের সময় চার ঘণ্টা বাড়ানো, অবাধ ভোট গ্রহণের সুযোগ তৈ‌রি করা, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া, পর্যবেক্ষকদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নি‌শ্চিত করা, হলে ব্যালট পেপার রাতেই না পাঠানো এবং প্রতি‌টি রুটে সকাল থেকে ১০টা বাস দেওয়া।

জানা যায়, এসব প্রার্থীরা অস্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচনের আগের দিনই হলে ব্যালট পেপার পাঠানো, মি‌ডিয়ার ওপর নিয়ন্ত্রণ ইত্যা‌দি বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলবেন। এসময় প্রার্থীদের সমর্থকরা ভি‌সি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বি‌ভিন্ন স্লোগান দেন। সেগুলো হলো- ‘‌মি‌ডিয়ার ওপর নিয়ন্ত্রণ, ছাত্রসমাজ মানবে না’, ‘রড হাতু‌ড়ির জবাব দিন, ১১ তা‌রিখ সারা‌দিন’, ‘নীল নকশার নির্বাচন, ছাত্র সমাজ মানবে না’, ‘প্রহসনের নির্বাচন, ছাত্র সমাজ মানবে না’ ইত্যা‌দি।

 


সর্বশেষ সংবাদ