রাজশাহী বিশ্ববিদ্যালয়

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, রুয়েট শিক্ষকসহ আহত ৩

মুখোমুখি সংঘর্ষ হওয়া মোটর সাইকেল
মুখোমুখি সংঘর্ষ হওয়া মোটর সাইকেল  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইলিয়াস রহমান, রাবি পরিবহন টেকনিকাল কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও সিএনবি রুটের বাস চালক আবদুস সাত্তার। এছাড়া আহতদের মধ্যে বাকী একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুয়েটের শিক্ষক ইলিয়াস মোটর বাইক চালিয়ে রাবির স্টেশন বাজার থেকে রুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পরিবহন বাস ড্রাইভার আবদুস সাত্তার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে স্টেশন বাজারের অভিমুখে যাচ্ছিলেন। এসময় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে পোঁছালে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে রুয়েট শিক্ষক ইলিয়াসসহ তিন জন আহত হয়। আহত বাস চালক আবদুস সাত্তার রাবি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং শিক্ষক ইলিয়াস রহমান রুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান জানান, ‘গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শুনেছি বাইকের মুখোমুখি সংঘর্ষে রুয়েট শিক্ষকসহ তিন জন আহত হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence