বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২২ PM

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ কেদ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও একাডেমিক ভবনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন- জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর বি.কে বালা, প্রাণী সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রফেসর ড. গোলাম শাহী আলম, আইন অনুষদের ডীন মোঃ আবদুল কুদ্দুস মিয়া,  ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, প্রভাষক শামীমা আক্তার, এমদাদুল হক, সহকারী জনসংযাগ কর্মকর্তা নূরুন নাহার, শিক্ষার্থী শোয়েব দাশ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সর্বক্ষত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, মাতৃভাষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে রাত ১২টা ০১ মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে ও পরে গোপালগঞ্জ কেদ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবার।

দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬