সহপাঠীদের নিয়ে ঘোরা হলো না ইবি শিক্ষার্থী শোভনের

আক্তারুজ্জামান শোভন
আক্তারুজ্জামান শোভন  © সংগৃহীত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আক্তারুজ্জামান শোভন। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও পাখিভ্যানের যাত্রী জুবায়ের হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকালে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান শোভন ঢাকা রূপনগর ব্র্যাঞ্চের এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ও সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিল এবং আক্তারুজ্জামান ও তার বন্ধু ইমরান মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছালে একটি পাখিভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, পাখিভ্যান ও মোটরসাইকেলর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। আক্তারুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত ইমরান ও শিশু জুবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আক্তারুজ্জামান শোভনের মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে সহপাঠীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। সহজে মেনে নিতে পারছেন না অনেকেই। ঈদের নামাজ পড়ে ফেসবুকে সমৃদ্ধ জীবন ও শান্তি কামনা করে স্টাটাস দিয়েছিল শোভন। ঈদের পরদিন বাল্যকালের বন্ধু ও এসএসসি ব্যাচ ২০১২ সহপাঠীদের নিয়ে ঘুরতে যাওয়ার প্লান করছিলেন তাদের ম্যাসেঞ্জার গ্রুপে।

তিনি মেসেজে লেখেন, ‘ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এসএসসি ব্যাচ-২০১২ সবাই মিলে মেহেরপুরের বিশেষ কিছু জায়গায় ভ্রমণ ও দুপুরে লাঞ্চ করব একসঙ্গে। যারা যেতে আগ্রহী, তারা আগামী পরশু অর্থাৎ ৩১ মার্চের মধ্যে জানিয়ে দিয়ো। ধন্যবাদ।’

নিহতের বন্ধু রাসেল আহমেদ জানান, শোভন শান্ত ছেলে। বর্তমানে ব্যাংকে চাকরির পাশাপাশি সরকারি কয়েকটি ব্যাংকেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ঈদের পরদিন ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিজেও চিরতরে চলে গেল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence