২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার (১৮ মার্চ) থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে ছুটি থাকবে এবং বুধবার (২৬ মার্চ) থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত দাপ্তরিক কার্যক্রমে ছুটি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ চলমান থাকবে।


সর্বশেষ সংবাদ