৪৬তম বিসিএসের আরও দুই পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল
৪৬তম বিসিএসের দুই পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্প্রতি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রার্থিতা বাতিল হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে ১৭০০১২৭৯ ও ১৮০২৫৫৩৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তরপত্রের সাথে সংযুক্ত ওএমআর ফরম পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাবার কারণে ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ১৭০০১২৭৯ ও ১৮০২৫৫৩৪ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের লিখিত পরীক্ষা বাতিল করা হলো।
এর আগে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও দুই প্রার্থীর পরীক্ষা ও ফল বাতিল করেছে পিএসসি। গত ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে এই দুই শিক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। অভিযোগ রয়েছে-এই দুই পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রকাশিত ফলে অন্তর্ভুক্ত দুই পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রের (বিষয় কোড–০০১) পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়ম ভঙ্গ করে তারা বেআইনিভাবে পরীক্ষায় সুবিধা নেওয়ায় এটি কমিশনের নির্ধারিত বিধানের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। সেজন্য রেজিস্ট্রেশন নম্বর ১১০০২৫২৭ এবং ১২০০০১৫১ এর (দুই পরীক্ষার্থীর) পরীক্ষা ও ফল বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কমিশনের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী।
