রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে গণ ইফতার
শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে গণ ইফতার  © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে গণ ইফতার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবার অংশগ্রহণে গণ ইফতার আয়োজন যেন পরিণত হয়েছে রোজাদারদের মিলনমেলায়। মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন ৩ প্রাঙ্গণে প্রায় আট শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আয়োজিত হয়েছে উক্ত গণ ইফতার।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই গণ ইফতারে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা সার্বিকভাবে এগিয়ে এসেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেও আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে।

গণ ইফতারে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাদমান জানান, ‘আজ আয়োজিত এই গণ ইফতারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবাই একত্রিত হয়ে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের ক্যাম্পাসের ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের যে সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে সবাই একসঙ্গে এই পবিত্র রমজানের মহিমা উপভোগ করতে পারে।’

গণ-ইফতার আয়োজনের বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমমার হোসাইন জানান, ‘আলহামদুলিল্লাহ, গণ ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানাই। আয়োজন সফল করতে   উপাচার্য মহোদয়সহ শিক্ষক, শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন, এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকেও বরাদ্দ দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবকসহ সর্বোপরি সবার সহায়তায় আয়োজনটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিবছর এমন আয়োজনের ধারা অব্যাহত থাকুক।’

শিক্ষার্থীদের গণ ইফতার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ উপস্থিত ছিলেন আট শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence