বেরোবিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ফলাফল বাতিলের সিদ্ধান্ত
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ০৪:১০ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের মধ্যে ১ বা ২ সেমিস্টারের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীদের গত ৮ আগস্ট থেকে এখন পর্যন্ত সব ধরনের পরীক্ষার ফলাফল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রবিবার (২ মার্চ ২০২৫) রেজিস্ট্রার মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীকে ৮ আগস্ট ২০২৪ মাস থেকে এক (১) বা দুই (২) সেমিস্টারের জন্য বহিষ্কার কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সংগত কারণে ওই সময়ে গৃহীত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষা বা ফলাফলসমূহ বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন: এবার শেরপুর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেলেন ৭ জন
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ৭১ জন শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে বেরোবি প্রশাসন। এর মধ্যে ৩৩ জনকে দুই (২) সেমিস্টারে জন্য ও ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়৷