আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে অব্যাহতি, নতুন নিয়োগ

১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© ফাইল ফটো

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিতর্কিত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে অব্যাহতি দিতে আল্টিমেটাম দেন শিক্ষকরা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের নিয়োগ বাতিল না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এরপরই আজকে মন্ত্রণালয় থেকে নতুন ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হলো।

ওইদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে, যা ইউজিসির তদন্তে প্রমাণিত। তিনি তৎকালীন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।

জানা যায়, গত ২৬ নভেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ১ ডিসেম্বর ট্রেজারারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসে শিক্ষকেরা প্রতিবাদ জানান। ১২৮ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ২৬ নভেম্বর রাতে নতুন ট্রেজারার ক্যাম্পাসে যোগদানে আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন।

আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
‘সওয়াবের আশায়’ মাত্র ১০ হাজার টাকায় চার রুম ভাড়া দেন বাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি মৃত্যু বিএনপির, কম জামায়াতের—আ. লীগের কত
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুর-রাজশাহী ম্যাচ 
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!