রুয়েটে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হলো মহান বিজয় দিবস

উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ  © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ সোমবার (১৬ ডিসেম্বর) প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো দিনব্যাপী ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন অনুষদ, ক্লাব, হল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ক্যাম্পাসে অবস্থিত শহিদ ছাত্রদের কবর জিয়ারত করেন। এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণ করে। পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য ইভেন্টের উদ্বোধন করেন উপাচার্য।

দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। ছাত্রকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানীসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিনের শেষভাগে কেন্দ্রীয় মসজিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও  কর্মচারীবৃন্দসহ ক্যাম্পাসের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং শিক্ষার্থীদের জন্য হলসমূহে বিশেষ খাবারের আয়োজন করা হয়। উৎসবমুখর আয়োজনে পুরো রুয়েট ক্যাম্পাস পরিণত হয় বিজয়ের আনন্দধারায় ভাসমান এক মিলনমেলায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence