বাউবির মূল ক্যাম্পাসের গেটে শিক্ষার্থীদের তালা

গেটে তালা লাগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা
গেটে তালা লাগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর মূল ক্যাম্পাসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সকাল থেকে আইন, ফুড এন্ড নিউট্রিশন, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউবি’ ব্যানারে ৩ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

তাদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে-মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করা এবং আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে; শহীদ আবু সাঈদ হল (ছাত্র) এবং শহীদ নাঈমা সুলতানা হল (ছাত্রী) এর লিখিত অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার করতে হবে; স্থগিত হওয়া ‘স্কুল অব ল’চালু করতে হবে এবং মুট কোর্ট ও ডিবেট ক্লাবের ব্যবস্থা করতে হবে।

মূল ক্যাম্পাসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

 

এই বিষয়ে আইন প্রোগ্রামের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোদ্দাছির সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীরা রক্ত দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি। গুলির সামনে দাঁড়াতেও পিছ পা হয় নি। অনতিবিলম্বে আমাদের শিক্ষার্থীদের ন্যায্য, যৌক্তিক দাবি-দাওয়া গুলো বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম চলতে দেওয়া হবে না।

এইদিকে সিএসই প্রোগ্রামের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিসাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সমস্যাগুলো দীর্ঘদিনের। নতুন প্রশাসন আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন তাদের কাছ থেকেও আশানুরূপ সহযোগিতা পাচ্ছি না।

যদিও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। শিক্ষার্থীদের দাবিগুলোর সমাধান না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence