কবি নজরুল কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত 

০২ অক্টোবর ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
নির্বাচন

নির্বাচন © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজে ১৭তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে উন্মুক্ত ভোটে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান‌, কোষাধ্যক্ষ পদে গণিত বিভাগের প্রভাষক গুলজার হোসেন শিবলী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা হক এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তাইমুর হোসেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রকি ঘোষ, ইংরেজি বিভাগের প্রভাষক মোছা. নুরুন নাহার এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাকসুদা পারভীন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.বি.এস.এ সাদী মোহাম্মদ। এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং আইসিটি বিভাগের প্রভাষক আফিয়া সুলতানা স্বর্না।

ট্রাক আটকে চাঁদা দাবি যুবদল নেতার
  • ৩০ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুডে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষা সংস্কার কমিশন-শিক্ষকদের পৃথক বেতনসহ এনসিপির ৩৬ দফা ই…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬