একদিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বেরোবি কর্মকর্তারা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের একদিনের বেতন কেটে বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। 

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে কর্মকর্তাদের এক দিনের বেতন  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তা দেয়ার জন্য ২ লক্ষ ১০ হাজার টাকার খাবার এবং বস্ত্র সংগ্রহ করে বন্যা প্রবল এলাকায় পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ