আন্দোলনে না যেতে ছাত্রীদের হলে আটকে রাখলেন ছাত্রলীগ নেত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৪:৩৮ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসে বেশ কয়েজন ছাত্রীকে আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুক্তার বিরুদ্ধে। ছাত্রীদের অভিযোগ, চলমান কোটা আন্দোলনে গেলে মুক্তা ছাত্রলীগ নেতাদের দিয়ে তাদের ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।
বুধবার (১৭ জুলাই) সকালে ছাত্রীনিবাসে ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আটকে পড়া ছাত্রীদের মধ্যে ২০-২১ সেশনের আর্নিকা ও সামিয়াসহ ২১-২২ সেশনের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, চলমান কোটা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কক্ষটির বেশ কয়েকজন ছাত্রী। এতে ওই ছাত্রীদের উপর ক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগ নেত্রী সাবিকুন্নাহার মুক্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক হলটির একাধিক শিক্ষার্থী জানান, ২০৪ নম্বর কক্ষের শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছিলেন। তাই মুক্তা পরেরদিন এসে আমাদের রুমে আটকে রেখে ফোন কেড়ে নেন।
ছাত্রীরা বলেন, হলের কক্ষে আটকে পড়া ভুক্তভোগীরা বিষয়টি তাদের সিনিয়র-জুনিয়র সবাইকে জানিয়েছেন। এরপর সবাই একত্রিত হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক তাহসিনা আক্তার অতিথি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অবশ্য অতিথিও ছাত্রীদের কোটা আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে নাখোশ। তিনি নিয়ন্ত্রণ করছেন কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। তিনি নিজেও ওই হল থেকে কোনো ছাত্রীকে আন্দোলনে যেতে দেননি।
তিনি অতিথিকে বলেন, ‘আমি তো আমার হলে মেয়েদের যেতে দিইনি। সুফিয়া কামাল হল থেকে কীভাবে যায়?’
এই বিষয়ে সুফিয়া কামাল ছাত্রী নিবাসের দায়িত্বরত শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, আমি হলে এসেছি, এ বিষয়ে মিটিং করছি। এখনো সবকিছু জানি না।
এই বিষয়ে ছাত্রলীগ নেত্রী সাবিকুন্নাহার মুক্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।