বিএম কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত © সংগৃহীত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি ) কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সদ্য অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আমিনুল হক তার বক্তব্যে জানান, তিনি প্রথমে বেসরকারি কলেজে ১৯৯০ থেকে ১৯৯৬ এবং সরকারি কলেজে ১৯৯৬ থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ ৩৪ বছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। বিএম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২ হাজার সালে প্রভাষক পদে যোগদান করেন এবং চাকুরির বিধিমোতাবেক ২০২৪ সালের (২৮ ফেব্রুয়ারি) অবসরে যাচ্ছেন।

এ সময় আলোচকগণ কলেজের বিদায়ী শিক্ষকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোরশেদা সুলতানার সভাপতিত্বে সহকারী অধ্যাপক হালিমা পারভিনের সঞ্চালনায় প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.আল আমিন সরোয়ার, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আনিকা ও আব্দুল আলীম। প্রভাষক রিয়াজুল হক, নাসির উদ্দিন মিঞা, তালুকদার এনায়েত ও অত্র বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম হাওলাদার, প্রফেসর নুরুল আমিন, প্রফেসর শফিকুর রহামন ও বিএম কলজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম ও অত্র বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপহার প্রদান ও ফুলদিয়ে সাজানো গাড়িতে করে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬