আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন চবির শিক্ষার্থী শুভ

সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশলসমূহ উপকূলীয় এলাকায় প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ নিতে ও “পোগো-আইটিসিওওশেন উপকূল ব্যবহারের জন্য সমুদ্র পর্যবেক্ষণ প্রশিক্ষণ প্রোগ্রাম” নামক শীর্ষক সেমিনারে যোগ দিতে ভারত যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল হক শুভ।

আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

জানা যায়, আন্তর্জাতিক সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান INCOIS কর্তৃক আয়োজনের পাশাপাশি যুক্তরাজ্যের দাতা প্রতিষ্ঠান পোগো (Partnership for Observation of the Global Ocean) এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।

এছাড়া "সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশলসমূহ উপকূলীয় এলাকায় প্রয়োগ করে উপকূলীয় জীববৈচিত্র সংরক্ষণ ও পর্যবেক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এই প্রশিক্ষণে বিশ্বের ২৪টি দেশের মোট ১৮৮ জন আবেদনকারীর মধ্যে ৩০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence