থাইল্যান্ডের কোম্পানির বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রামে পারফর্ম করবে হাবিপ্রবি'র ব্যান্ডদল

  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ব্যান্ড দল সিপি বাংলাদেশ লিমিটেড থেকে পারফর্ম করার জন্য আমন্ত্রণ পেয়েছে। থাইল্যান্ডের কোম্পানিটির বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম রবিবার (২২ জানুয়ারি) সংস্থাটির ফুড প্রসেসিং ইউনিট, ত্রিশাল ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত ব্যান্ড দলটির নাম আন্ডার দা ব্যানিয়ান ট্রি। 

 আন্ডার দা ব্যানিয়ান ট্রি  ব্যান্ড দলটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ড দলটির সদস্যরা দিনাজপুর রক ফেস্টে ২০১৯ সালে অংশগ্রহণ করে।

এ বিষয়ে জানতে চাইলে ব্যান্ড দলটির গিটারিস্ট ও ভোকাল এএফ শুভ বলেন, আমরা বেশিরভাগ সময় ক্যাম্পাসের প্রোগ্রামগুলোতে পারফর্ম করে থাকি। তাছাড়াও ক্যাম্পাসের বাইরে আমরা দিনাজপুর রক ফেস্ট, দিনাজপুর পলিটেকনিকাল ইনস্টিটিউটসহ বিভিন্ন জায়গায় পারফর্ম করেছি।

তিনি আরও বলেন, আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করি। দিনাজপুরের বাহিরে প্রথমবারের মতো হাবিপ্রবির ব্যান্ড হিসেবে আমন্ত্রণ পেয়েছি। এতে আমরা অনেক আনন্দিত। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় যে উন্নত পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও প্রসিদ্ধ তা দেশের সকল স্থানে তুলে ধরার চেষ্টা করা।

উল্লেখ্য, থাইল্যান্ড থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence