বঙ্গবন্ধু ও তাঁর পরিবার ছিল খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রেমী: জবি উপাচার্য 

শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তাঁর স্বপ্নকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবার ছিল খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রেমী, যার প্রতিচ্ছবি আমরা জাতির পিতার কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেখতে পাই। আর খেলাধুলা, চলচ্চিত্র, নাটক এগুলো জীবনের অন্যতম অংশ, এসকল আলোকবর্তিকা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’

বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে (আইইআর) শহিদ শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এদেশে নানান ধর্মের পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে আর জাতিসত্তার বিন্যাস সংখ্যা দিয়ে নির্ধারণ না করাই শ্রেয়। বর্তমান প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূল ৪টি স্তম্ভ নাগরিক, সরকার, অর্থনীতি ও সমাজব্যবস্থা-কে  স্মার্ট হতে হবে, তাহলেই উন্নত বাংলাদেশের আবির্ভাব খুব দ্রুত হবে।’

সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরি বলেন, ‘শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শহিদ শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইনস্টিটিউটের ৭ম ব্যাচ রেডিয়ান ৭১ দল এবং রানার্স ২য় ব্যাচ বিজয় ৭১ দলকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় যথাক্রমে চ্যাম্পিয়ন দলের জুম্মান এবং রানার্স আপ দলের সাঈদুল ইসলামকে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও ট্রেজারার ড. হুমায়ূন কবীর চৌধুরি। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্যরা উপস্থিত ছিল।


সর্বশেষ সংবাদ