ঈদের ছুটি শেষে আবারো প্রাণবন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © টিডিসি ফটো
জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষ্যে ১৪ দিনের ছুটি শেষে গতকাল সোমবার খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (আজ) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিন ঘুরে অধিকাংশ বিভাগসমূহে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।
ছুটি শেষে প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাঁল-মুড়ি চত্বর, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরী চত্বর ও স্মৃতিসৌধ চত্বরসহ সর্বত্র জায়গা এখন কোলাহলপূর্ন। শিক্ষার্থীদের পদচারনায় ক্যাম্পাস যেন আবারো ফিরে পেয়েছে নতুন প্রাণ।
ঈদ আনন্দ ও ছুটি শেষে ক্যাম্পাসে সহপাঠীদের সাথে আবার একত্রিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া খানম তার অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ অন্যরকম। যা বলে বোঝানো সম্ভব নয়। বাড়িতে দীর্ঘদিন অবস্থান করলে বাবা-মা ও অন্যান্য সকলের প্রতি চরম মায়া তৈরি হয়। ফলে ক্যাম্পাসে ফেরার সময় কেমন জানি মন খারাপ হয়ে যায়। কিন্তু ক্যাম্পাসে এসে বন্ধুদের সাথে দেখা হলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় তখন খারাপ মন আবার ভাল হয়ে যায়।’ লেকাপ্রশাসন বিভাগের ইরফান রানা, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল মাহমুদসহ আরও অনেকের অনুভূতিও অনুরূপ।
এ দিকে গতকাল সেমাবার সকাল ১১টায় খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী চলে আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের আগমনের ফলে আবাসিক হল এলাকা এখন সর্বক্ষণিক মুখরিত ও প্রাণবন্ত।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষ্যে গত ১৪ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং গত ১৫ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।