ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো।
সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা আন্দোলন করেছে। তাদের সাথে একাত্বতা পোষণ করে আন্দোলনে যোগ দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
এরই ধারাবাহিকতায় আন্দোলন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়েও। তবে এ আন্দোলন থামাতে গিয়ে নানাভাবে হুমকি-ধামকির স্বীকার হতে হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দেয়া শিক্ষার্থীরাও পাচ্ছেন হুমকি-ধামকি। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এ হুমকি দিচ্ছে।
বিশ্ববিদ্যালয় ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, গত ৫ আগস্ট সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর ঘাতকদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। সেই দিন ইবির শিক্ষার্থীরাও ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। সে মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয় এবং তাদেরকে হুমকি-ধামকি দেয়। পরে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের তারা নানাভাবে ভয়ভীতি দেখায় যেন পরবর্তীতে তারা কোনভাবে এ আন্দোলনে অংশগ্রহন না করে।
এছাড়া ওই সময়ে যে কথিত সন্ত্রাসীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অত্যাচার-নির্যাতন করছিল, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিবাদ করতে গিয়েও শিক্ষার্থীরা নানাভাবে ছাত্রলীগ নেতা-কর্মীদের হেনস্তার শিকার হতে হয়েছে। যারা তাদের ফেসবুক ওয়ালে বিভিন্ন প্রতিবাদমূলক স্ট্যাটাস দিয়েছিল তাদের আইডি শনাক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ফেসবুকে ছাত্রলীগ নিয়ে কটুক্তিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের চাপের মুখে এক ছাত্রীকে সাময়িকভাবে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মৌসুমি মৌ। মৌ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীররা জানায়, সারা দেশে যখন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হচ্ছিল তখন আমরাও ক্যাম্পাসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু সারা দেশের ন্যায় আমাদের ক্যাম্পাসেও আমরা ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছি। তারা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রী বহিস্কার হওয়ার ঘটনার পর থেকে অনেকে আতঙ্কে তাদের ফেসবুক আইডি থেকে নিরাপদ সড়কের দাবিতে দেয়া বিভিন্ন স্ট্যাটাস মুছে ফেলেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার জানা মতে আমাদের ক্যাম্পাসে এ রকম কোন ঘটনা ঘটেনি। যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিব।’