বিএম কলেজের হলে নতুন ভবনের দাবিতে সড়ক অবরোধ

১৭ অক্টোবর ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
হলে নতুন ভবন নির্মাণের দাবিতে বিএম কলেজের সামনে বরিশালের নতুল্লাবাদ থেকে সদর হাসপাতাল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

হলে নতুন ভবন নির্মাণের দাবিতে বিএম কলেজের সামনে বরিশালের নতুল্লাবাদ থেকে সদর হাসপাতাল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রি) হোস্টেলে নতুন ভবন নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা। নতুন ভবন নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বরিশালের নতুল্লাবাদ থেকে সদর হাসপাতাল সড়ক অবরোধ করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হলের এ-ব্লক, বি- ব্লক অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কলেজ প্রশাসন খুব শিগগিরই এ দুই ব্লক ‘কনডেম’ ঘোষণা করবে। এখন কনডেম ঘোষণা করলে তারা কই থাকবেন? থাকার জায়গা করে দেওয়া এবং নতুন ভবন নির্মাণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

জানা গেছে, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেলের চারটি ভবন। এরমধ্যে এ-ব্লক ও বি-ব্লক ঝুঁকিপূর্ণ। হোস্টেল ভবন দুটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০১৬ সালে। এরপর আর সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায়রয়েছে।

গত ১ অক্টোবর রাতে এ-ব্লকের ২০৮ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে মো. রেজাউল করিম ও মমিনুল ইসলাম নামের দুই ছাত্র আহত হয়েছেন। এর আগেও এ ধরনের দুর্ঘটনা বহুবার ঘটেছে। তারপরও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

মো. আবির হোসেন ফারুখ নামের এক শিক্ষার্থী জানান, আমাদের হোস্টেলের বেহাল দশা, ভবন গুলো পুরনো হয়ে যাওয়াতে থাকার জন্য উপযোগী না। হোস্টেলে সব সময় প্রাণের আশঙ্কা নিয়ে থাকতে হচ্ছে ।  আমাদের এই সমস্যা দীর্ঘ দিনের। আমরা একাধিকবার কলেজ প্রশাসন কে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।  একারণে আজ আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আরো পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ের শেষ ধাপের চূড়ান্ত ভর্তি আজ শুরু

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের আশ্বস্থ করে বলেন, নতুন ভবনের জন্য আমি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিকট আবেদন করেছি , এছাড়া ভবন সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারদের আমন্ত্রণ করেছি তারা আজ বিকেল পাঁচটায় প্রদর্শনে আসবেন এবং ভবন গুলো পরিদর্শন করবেন।  যদি সংস্কার করার উপযোগী হয় , নতুন ভবন না আসা পর্যন্ত আপাদত সংস্কার করলে হোস্টেলে থাকা যাবে তাহলে তারা আগামী কালকে থেকেই সংস্কারের কাজ শুরু করবেন। 

অধ্যক্ষের আশ্বস্থে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক ভাবে স্থগিত করেছেন বিকাল পাঁচ টায় ইঞ্জিনিয়ারের মতামত শিক্ষার্থীদের বিপক্ষে গেলে তারা ফের আন্দোলন চালিয়ে যাবেন।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬