দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনের পর বিএম কলেজে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ

বিএম কলেজে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছে প্রশাসন
বিএম কলেজে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছে প্রশাসন  © টিডিসি ফটো

সামান্য বৃষ্টি হলেই বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের তুলনায় কলেজ নিচু জায়গায় হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কলেজের বিভিন্ন সড়কে পানি উঠে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে যেতে ভোগান্তি পোহাতে হয়।

ক্যাম্পাসে জলাবদ্ধতার খবরটি দ্যা ডেইলি ক্যাম্পাসসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খবরটি ছড়িয়ে গেলে কলেজ প্রসাশনের নজরে আসে। জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের আন্দোলন এবং বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে কলেজ প্রশাসন কলা ভবন-২ তে যাওয়ার প্রবেশ পথটি উঁচু করে নির্মাণ করেছে।

মুহাইমিনুল ইসলাম ফরহাদ নামের এক শিক্ষার্থী বলেন, বিএম কলেজের কলা ভবন-২ এ যাওয়ার প্রবেশপথ একটি। সামান্য বৃষ্টি হলেই প্রবেশ পথে জলাবদ্ধতার সৃষ্টি হতো। স্বল্প দূরত্বের প্রবেশ পথটি রিকশা দিয়ে পাড়ি দিতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের। গত আগস্ট মাসে ভারী বর্ষণে বিএম কলেজের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আরো পড়ুন: ছাত্রীরা প্রশাসনের কাছে না গিয়ে আদালতে যাওয়ায় নাখোশ জবি

তিনি বলেন, রোববার (১ অক্টোবর) কলেজে এসে উঁচু রাস্তা ও কালার টাইলস সজ্জিত দেখে আবেগাপ্লুত হয়েছে। উঁচু রাস্তা নির্মাণে কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। ক্যাম্পাসের অন্য জায়গার জলাবদ্ধতা নিরসনের জন্যও কলেজ প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।

জানা গেছে, গত ৮ আগস্ট ভারী বর্ষণে বিএম কলেজের সব সড়ক পানিতে ডুবে যায়। বিশেষ করে কলাভবন-২ এর সামনে হাঁটু সমান পানি জমা হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে যেতে ভোগান্তির শিকার হতে হয়েছে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া কলা ভবন-২ এর সামনে একটি উঁচু সংযোগ সড়ক নির্মাণ করে দেন। তিনি বলেন, ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসনে কলেজ প্রশাসন কাজ শুরু করেছে। খুব শিগগিরই ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসন হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence