এক সপ্তাহ বন্ধ বেরোবির মুখতার ইলাহী হলের ডাইনিং, ভোগান্তিতে শিক্ষার্থীরা

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ডাইনিংয়ে তালা ও বেরোবির লোগো

ডাইনিংয়ে তালা ও বেরোবির লোগো © টিডিসি ফটো

পূর্ব নোটিশ ছাড়াই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা।

গত ২৮ আগস্ট দুপুর থেকে হল কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ ছাড়াই শহীদ মুক্তার ইলাহী হলের ডাইনিং বন্ধ করেছে।ক্যাম্পাসে কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট না থাকায় শিক্ষার্থীরা পাড়ি জমাচ্ছে পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ে। ফলে খাবার শুরুর কয়েক মিনিটের মধ্যে বঙ্গবন্ধু হলের সব খাবার শেষ হয়ে যায়। অনেক শিক্ষার্থী সেখানেও খাবার না পেয়ে ছুটছে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায়। সেখানেই খাবারের মূল্যে তুলনামূলক বেশি হওয়ায় অনেককেই যেতে হচ্ছে ক্যাম্পাসের বাইরের খাবারের দোকানগুলোতে।

আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিং বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন।প্রতিবেলা খাবারের পেছনে ছুটতেই অনেক সময় ও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। আর বাইরে বারবার যাতায়াতে পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।

মুখতার ইলাহী হলে অবস্থানরত গণিত বিভাগের শিক্ষার্থী আহাদ বলেন, হলের ডাইনিং বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি। ডাইনিং খোলা থাকলে অল্প সময়েই খাবার খাওয়া যেত। এখন খাবার খেতে অনেক দূরে যেতে হচ্ছে। এতে অনেক সময় নষ্ট হয়।এছাড়া অতিরিক্ত টাকাও গুনতে হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রনি ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ ধরে ডাইনিং বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করছে অথচ এ বিষয়ে হল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। আবার শোনা যাচ্ছে দুই বেলা ৭০ টাকা দিয়ে খাবার খেলেও তাদের লস হয় অথচ রংপুরের অনেক মেসে এখনো ৬০ টাকায় তিন বেলা খাবার পাওয়া যায়।

এদিকে হলের ডাইনিং বন্ধ রাখার পেছনে বর্তমান বাজারের উচ্চমূল্যকে দোষারোপ করছেন হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের সহকারী রেজিস্ট্রার আল-আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হলের ডাইনিংয়ের দায়িত্ব যাকেই দেওয়া হচ্ছে তিনি কয়েক দিন দায়িত্ব পালনের পর বলছেন দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় ৩৫ টাকা মিল রেটে খাওয়ানো লস হচ্ছে। এর পর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। একে একে সহকারী কুক সিরাজুল ইসলাম, ডাইনিং বয় সুজন ও পরে কয়েকজন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সকলেই জানান প্রতিবেলা যা টাকা আসে তার থেকে বেশি ব্যয় হয়। কেউ ডাইনিংয়ের দায়িত্ব না নেওয়ায় ডাইনিং বন্ধ আছে।

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,ডাইনিংয়ের খাবারের দাম না বাড়ালে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না।তবে চলতি সপ্তাহেই ডাইনিং খোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার নারী হেনস্তার ভিডিও ভাইরাল, প্রতিবাদ জামায়াত …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে হত্যা ও নির্বাচনী প্রচারণায় নারীকে হেনস্তার …
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শেষ আগামী…
  • ৩০ জানুয়ারি ২০২৬