বিএম কলেজের জলাবদ্ধতা নিরসনের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখার মানববন্ধন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখার মানববন্ধন  © টিডিসি ফটো

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জলাবদ্ধতা নিরসনে বুধবার মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিএম কলেজ শাখা। বুধবার ( ৯ আগস্ট ) সকাল ১১ টায় জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চের সামনে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা অনতিবিলম্বে জনদুর্ভোগ নিরসন করতে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন (বিএম )কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

আরো পড়ুন: ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির বয়স ৪৭ বছর নয়

এসময়ে বক্তারা বলেন, বিএম কলেজে সামান্য বৃষ্টিতেই  জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমানে জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপলাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ছাত্র-শিক্ষক-কর্মচারিসহ সকল মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজের এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। 

বক্তারা আরও বলেন, গত ২ দিন পূর্বে বৃষ্টি হয়েছে তার প্রকোপ ২ দিন পরে এসেও হাঁটু সমান পানি পার হওয়ার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত-ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা কর্মীরা বলেন, বর্তমানে বহির্বিশ্বে যখন অণু-পরমাণু-মহাকাশ নিয়ে গবেষণা করছে, সেখানে বাংলাদেশে শুধুমাত্র মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে। ডেংগু রোগের এই মহামারি বিস্তারের জন্য জলাবদ্ধতা অন্যতম কারণ। অথচ বর্তমানে এমন ডেঙ্গু পরিস্থিতিতেও বিএম কলেজ কর্তৃপক্ষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ উদাসীন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence