কোলের শিশুর জন্যে হলেও বাঁচতে চান বিএম কলেজের সুমাইয়া

ক্যান্সার আক্রান্ত সুমাইয়া সুলতানার কোলে দেড় বছরের শিশু সন্তান
ক্যান্সার আক্রান্ত সুমাইয়া সুলতানার কোলে দেড় বছরের শিশু সন্তান  © টিডিসি ফটো

ব্রজমোহন কলেজের (বিএম) সমাজবিজ্ঞান বিভাগ (সেশন ২০১৫-১৬) থেকে মাস্টার্স শেষ করা মেধাবী ছাত্রী সুমাইয়া সুলতানার ক্যান্সার শনাক্ত হয়েছে। তিনি প্যাপিলারি কার্সিনোমা নামক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন,  সুমাইয়া বর্তমানে ক্যান্সারের দ্বিতীয় স্টেজে রয়েছেন। তার এ চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।

শের-ই-বাংলা নগরীর দি ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল এন্ড ইনস্টিটিউটের ডাক্তার মো. আসাদুজ্জামান রাসেল জানিয়েছেন, রোগীর শরীরের অনেক অংশে ক্যান্সারের জীবানু পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক যত দ্রুত সম্ভব তাকে থেরাপি দিতে হবে। বর্তমানে সেকেন্ড স্টেজে আছে।

তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, সুমাইয়া সুলতানার যথাযথ চিকিৎসার জন্য ভারতের মুম্বাই শহরের ‘মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে নিতে হবে। এতে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হতে পারে।

সুমাইয়া সুলতানার বাবা  শামসুল হক খান একজন কৃষক। তার স্বামী রিয়াদুল ইসলাম রেনেটা লিমিটেড কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করেন। তাদের পক্ষে সুমাইয়ার এমন ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ছে। সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: কলেজ অধ্যক্ষের বাসায় আম পাড়তে গিয়ে কর্মচারীর মৃত্যু

স্বামী রিয়াদুল ইসলাম ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার স্ত্রীর প্রায় এক বছর আগে থেকেই এ রোগের লক্ষণ দেখা গেছে। পরে গত ২৫ মার্চ থেকে এই রোগের ট্রিটমেন্ট করিয়ে আসছি। তার গলার ভেতরে ঘা হওয়ায় কিছু দিন আগে একবার অপারেশন করিয়েছি। এই চিকিৎসা করাতে করাতে আমাদের আর্থিক অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে।

এদিকে, বর্তমানে ভারতে যাওয়ার জন্য সুমাইয়া সুলতানার পাসপোর্ট ও ভিসার কাজ চলছে। পাসপোর্ট- ভিসা পেয়ে গেলে সুমাইয়া সুলতানাকে ভারতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। তার সঙ্গে যোগাযোগ করতে ও তাকে সহায়তা করতে এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মো. রিয়াদুল ইসলাম (স্বামী) 01712-318736 (বিকাশ)।

সুমাইয়া সুলতানা জানান, আমারদের একটি সন্তান রয়েছে। আমি বাঁচতে চাই, আমার দেড় বছরের সন্তানের জন্য হলেও আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য কিছু অর্থ সহায়তা প্রয়োজন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence