হলের ছাদ থেকে পড়ে আহত বিএম কলেজ শিক্ষার্থী

০৯ মে ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
হলের ছাদ থেকে পড়ে আহত বি এম কলেজ শিক্ষার্থী

হলের ছাদ থেকে পড়ে আহত বি এম কলেজ শিক্ষার্থী © ফাইল ফটো

বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের( ডি ব্লক) ছাদ পরিষ্কার করার সময় শেওলায় পা ফসকে পড়ে বি এম কলেজ শিক্ষার্থী খায়রুল ইসলাম আহত হয়েছেন। তিনি বর্তমানে নগরীর শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এ নিয়ে মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ছাত্র ফারুখ হাসান আবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, (৯ মে) মঙ্গলবার বেলা ১২:৩০ মিনিটে মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডি ব্লকের  ছাদ পরিষ্কার করতে উঠেন খায়রুল ইসলাম। ছাদ পরিষ্কার করার সময় হঠাৎ পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যান খায়রুল।

ছাদ থেকে নিচে পড়ে গেলে চিৎকার করলে আমরা এগিয়ে যাই; এরপর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে গেলে ডাক্তার এক্সরে করতে বলেন। এক্সরে রিপোর্ট অনুযায়ী, খায়রুল ইসলামের বাম হাত ভেঙ্গে গেছে ও মেরুদণ্ড কোমরের দিক থেকে ফাঁকা হয়ে গেছে।

মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ছাত্র আরিফ বিল্লাহ জানান, ডিগ্রি হল ডি ব্লক হলো টিন শেড ভবন। হলের টিন গুলো অনেক পুরানো হয়ে গেছে, টিনের চালে গাছের পাতা পরে ময়লা আবর্জনায় ভরে গেছে। ময়লা আবর্জনা টিনের চালে জমে থাকায় অনেক স্থানের টিন জং ধরে ফাঁকা হয়ে গেছে, বৃষ্টি হলে টিনের চাল থেকে পানি পরে, হলের ছাত্রদের ভোগান্তি দেখে মাস্টার্সের শিক্ষার্থী খায়রুল ইসলাম নিজেই  টিনের চালের ময়লা পরিষ্কার করার জন্য ছাদে ওঠেন,  চালের উপর প্রচণ্ড ময়লা ও শেওলা জমে ছিল খায়রুল ইসলাম বিষয় টা বুঝতে পারেনি। ময়লার উপর পা দিলে হঠাৎ ফসকে মাটিতে পড়ে যায় খায়রুল ইসলাম।

এ নিয়ে হলের দায়িত্বরত কর্মকর্তার কাছে জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা এ বিষয়ে কিছু বলতে অপারগতা জানান। একই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি হল সুপারেরও।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬