নারী শিক্ষার্থীদের দখলে বেরোবির সব স্বর্ণপদক
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ মে ২০২৩, ১১:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ৬ জনই নারী শিক্ষার্থী।
রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। তালিকাটি আজ সোমবার (১ মে) নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউজিসি।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন: বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মোছা: শ্রাবণী আক্তার (৩.৯২), সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের রুমি বেগম (৩.৮৩), দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের রকুতা সালাম (৩.৮২), প্রকৌশল অনুষদের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শামসুন্নাহার কেয়া (৩.৭৬), ব্যবসা শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের জান্নাতারা মুন (৩.৭৬) এবং মানবিক অনুষদের ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের জবেদা আক্তার (৩.৬২)।
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় গতকাল মোট ১৭৮ অদম্য মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের মনোনীত করা হয়।