লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চাও জীবনের অংশ: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১২:০২ AM , আপডেট: ০৭ মার্চ ২০২৩, ১২:০২ AM
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চাও জীবনের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। সোমবার (৬ মার্চ) বিকালে আইন ও বিচার বিভাগের ‘স্পোর্টস উইক ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে পাশ করে বেরিয়ে গিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের সামনে সেরকম ল্যান্ডমার্ক দৃষ্টান্ত তেমনটা নেই। সেদিক থেকে আইন ও বিচার বিভাগ আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ বিভাগ থেকে পাশ করে আমাদের দুইজন গর্বিত ছাত্রী জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের বিভাগ, অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আনন্দের ব্যাপার।
আরো পড়ুন: প্রাধ্যক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ কুবির সেই ছাত্রলীগ নেত্রীর
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এটাও জীবনের অংশ। বইয়ের পোকার যেমন কোন বিস্তার হয় না, তেমনি শুধু বই নিয়ে যারা থাকে তাদেরও তেমন কোন কাজ হয় না। শরীরচর্চা ও খেলাধুলার জন্য আমাদের এখানে শীঘ্রই মাঠ খুলে দেওয়া হবে। মাঠটি দুইভাগে বিভক্ত হবে। ফুটবল, ক্রিকেট সবই মাঠে হবে। শিক্ষার্থীদের জন্য বাস্কেট গ্রাউন্ড তৈরি করা হবে। এমনকি মেয়েদের জন্যও আমরা একটা পৃথক খেলার মাঠের জায়গা খুঁজছি, যেখানে ইচ্ছুক মেয়েরা নিয়মিত খেলাধুলায় অংশ নিতে পারবে।
উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আইন ও বিচার বিভাগের ৫ম বার্ষিক এ ক্রীড়া সপ্তাহ শুরু হয়। ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, দৌড়, দাবা, ক্যারামসহ নানবিধ ইভেন্টের মধ্য দিয়ে এবারের ক্রীড়া সপ্তাহকে সাজানো হয়েছে।
৬-৯ মার্চ অনুষ্ঠিতব্য ক্রীড়া সপ্তাহে এভারগ্রীন অ্যাটর্নি, লিগ্যাল ইউনিভার্স, ল লিজেন্ডস ও ল এম্পায়ার - এ চারটি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ নিবে।