সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ PM
আফ্রিকার দেশ সুদানের আবেইতে সন্ত্রাসী কর্তৃক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আক্রমণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এক বিবৃতিতে আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এ তথ্য জানায়।
বিবৃতিতে আইএসপিআর আরও জানায়, এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর আরও ৮ জন আহত হয়েছেন। বিবৃতিতে এই যুদ্ধ চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।
সেনাবাহিনী আরও জানিয়েছে, এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।