খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে তৃতীয় ধাপের ভর্তি পরীক্ষা শেষে আরও ৭৩৭টি আসন ফাঁকা রয়েছে। চতুর্থ মেধাতালিকা প্রকাশ করে দেওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশিত হয়।
আগামী ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসম্বর পর্যন্ত চতুর্থ মেধাতালিকা ভর্তি চলবে। তালিকা অনুযায়ী, খুবির ২৯টি বিভাগের আসন পূর্ণ হয়েছে ৪৩২টি। আটটি স্কুলের ২৯টি বিভাগে মোট আসন ১১৬৯টি। সে হিসেবে খালি রয়েছে আরও ৭৩৭টি। খুবির চতুর্থ মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।
পূরণ হওয়া আসনের তালিকা দেখুন-

কোন বিষয়ে কতটি আসন। তালিকা দেখুন-


এর আগে গত ২৬ নভেম্বর খুবিতে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। এই মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয় ২৮ নভেম্বর থেকে। গত ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলে।