ইবিতে নির্মাণসামগ্রী গায়ে পড়ে শ্রমিকের মৃত্যু

০১ ডিসেম্বর ২০২২, ১০:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণসামগ্রী গায়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় প্রশাসনের নির্মাণাধীন ভবনের কাজের সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ওবায়দুল ইসলাম (৪০)। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেগা প্রজেক্টের অংশ হিসেবে দশতলা দ্বিতীয় প্রশাসন ভবনের কাজ চলছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাবশত নির্মাণসামগ্রী ওবায়দুলের গায়ের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন। পরে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর লাশটি পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো। তবে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে কিছু জানাতে পারেননি সং

নিরাপত্তা কর্মকর্তা সেলিম হোসেন বলেন, ঘটনা শোনার পর ঘটনা স্থলে যায়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে কুষ্টিয়া মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। 

ভবনের দায়িত্বশীল প্রকৌশল মোহাম্মদ মামুন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। বিষয়টি শুনেছি। সম্ভবত পাইলিংয়ের ওয়্যার ছিঁড়ে তার গায়ে পড়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার শোনার পর তাকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হবে।

মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৭০ টাকা হারানোয় ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫