বশেমুরবিপ্রবির ভর্তি শুরু, শেষ ১২ নভেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটাে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শেষ হবে আগামী ১২ নভেম্বর ।

সোমবার (৭ নভেম্বর) স্নাতক ভর্তি পরীক্ষা ফলাফল কমিটির ২০২১-২২ এর সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ নভেম্বর প্রকাশিত প্রথম মেধা তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা ৭ নভেম্বর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। ভর্তি সংক্রান্ত কার্যাবলী একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের ডিন অফিসের ৩২৩ নং অফিসে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে বন্ধের দিনও ভর্তি কার্যক্রম চলবে।

আরও পড়ুন: ইবিতে ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চলবে

এছাড়াও বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি এবং এইসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষাগুলোর মূল সার্টিফিকেট ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসার কথা জানানো হয়।

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) ভর্তির জন্য ২৮ হাজার ৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এ ইউনিটে ১৮ হাজার ১০৮ জন, বি ইউনিটে ৭ হাজার ২১২ জন এবং সি ইউনিটে ২ হাজার ৭২৬ জন আবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বমোট আসন সংখ্যা  ১ হাজার ৫০৫ টি।


সর্বশেষ সংবাদ