৪০তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু ৬ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৪ PM

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া পরীক্ষা আগামী রবিবার (৬ ফেব্রুয়ারি) আবার নেওয়া শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ রেজিস্ট্রেশন নম্বরধারী ৭৫১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সংশোধিত তারিখ ও সময়সূচি অনুযায়ী ৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।