প্রিলির পর লিখিতের জন্য ৬৮দিন সময় পাবেন ৫০তম বিসিএসের প্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫১ PM
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস থেকে ক্যাডার পদে এক হাজার ৭৫৫ জন ও নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৬ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ফল প্রকাশের তারিখও জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট। এই বিসিএসে প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন ৬৮ দিন।
এদিকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। গতকাল আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে আহত হন অন্তত ১৫ জন। শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।
তবে পিএসসি জানিয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকেই এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এর আগে, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমানারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারির পর এই বিসিএসের জন্যও ৬৮দিন সময় পেয়েছেন প্রার্থীরা।