৫০তম বিসিএস পরীক্ষার শূন্য পদের জন্য অধিযাচন প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি নভেম্বরে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ PM
প্রতি বছর নির্দিষ্ট সময় নভেম্বর মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের একটি রোডম্যাপ অনুসরণ করার চেষ্টা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিশেষ বিসিএসের বিষয়টি আলাদা। চাহিদা অনুযায়ী সেটির বিজ্ঞপ্তি বছরের যেকোনো সময় প্রকাশ করে থাকে সাংবিধানিক সংস্থাটি।
জানা যায়, পিএসসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের নভেম্বরে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতিমধ্যে এই পরীক্ষার শূন্য পদের জন্য অধিযাচন প্রক্রিয়া প্রস্তুতিও শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে যাত্রা শুরু করা পিএসসির জন্য ৫০তম বিসিএসটি বিশেষ গুরুত্ব বহন করে।
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রসঙ্গে গত মাসে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছিলেন, ‘৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রকাশিত হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব বিসিএসের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি।’ এর মধ্য দিয়ে এক বছরে তিনটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক সংস্থাটি।
জানা গেছে, ৫০তম বিসিএস হতে নন-ক্যাডার (৯ম হতে ১২তম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য অধিযাচন প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে শূন্য পদের তথ্য পাঠানো ইতিমধ্যে শুরু হয়েছে।
এদিকে, আজ রবিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/দপ্তরকে নন-ক্যাডার (৯ম হতে ১২তম গ্রেড) শূন্য পদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
এতে বলা হয়, ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি যথাসময়ে জারি করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ছক অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ তার দপ্তর/প্রতিষ্ঠানের নন-ক্যাডার (৯ম হতে ১২তম গ্রেড) শূন্য পদের অধিযাচন আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্মারকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের নন-ক্যাডার পদে সুপারিশ প্রদানের জন্য নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ এর ৪(১) অনুযায়ী কমিশন সরকারের নিকট হতে ক্যাডার পদের সাথে নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধ প্রাপ্তি সাপেক্ষে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূরণযোগ্য নন-ক্যাডার শূন্য পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করবে।
প্রসঙ্গত, বিসিএসের অধিযাচন মানে এই পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদে নিয়োগের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে জনপ্রশাসন ও পিএসসিতে আবেদন বা শূন্য পদের তথ্য পাঠানোকে বোঝায়। এই প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রশাসন ও পিএসসি জানতে পারে কোন কোন পদে এবং কত সংখ্যক জনবল প্রয়োজন। যা পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ।