৪৭ বিসিএস থেকে তিন ধাপের প্রাপ্ত নম্বর জানতে পারবেন প্রার্থী!

বাংলাদেশ সরকারি কর্মকমিশন
বাংলাদেশ সরকারি কর্মকমিশন  © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক করার অংশ হিসেবে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষার নম্বর প্রকাশ করার উদ্যোগ নিয়েছে পিএসসি। ৪৭তম বিসিএস থেকে ইউনিক আইডির মাধ্যমে প্রার্থীরা এ নম্বর জানতে পারবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। 

পিএসসি  চেয়ারম্যান বলেন, নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক করার অংশ হিসেবে প্রত্যেক প্রার্থীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। এর মাধ্যমে প্রার্থীরা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরিক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন । একইসঙ্গে  ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন। এতে বারবার আবেদনের জটিলতা কমে আসবে।  

তিনি আরও বলেন, এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন  এ সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ চলছে। ৪৭তম বিসিএস থেকেই এটি কার্যকর করা সম্ভব হবে বলে আশা করছি।


সর্বশেষ সংবাদ