৪৩ বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৫ প্রার্থীর আমরণ অনশন শুরু

গেজেটভুক্ত করার দাবিতে ৪৩ বিসিএসের কয়েকজন প্রার্থী অনশন শুরু করেছেন
গেজেটভুক্ত করার দাবিতে ৪৩ বিসিএসের কয়েকজন প্রার্থী অনশন শুরু করেছেন  © সৌজন্যেপ্রাপ্ত

৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা নানা উৎকণ্ঠা প্রকাশ করেছেন, পাশাপাশি তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৩ বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ১৫ জন প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ৪৩ বিসিএসের গেজেট বঞ্চিত অন্তত ১৫ জন প্রার্থী এ অনশন কর্মসূচি শুরু করেন। অনশনের বসা কয়েকজন হলেন ফয়সাল চোকদার, সমরজীৎ চক্রবর্তী, মতিউর রহমান, হান্নান সরকার, দেবাশীষ ঘোষ, মাহমুদুল হাসান, মাসুমা আক্তার প্রমুখ।

অনশনরতরা জানান, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

তারা আরও জানান, বাদ পড়ার সুনির্দিষ্ট কোনো কারণ তাদের জানানো হয়নি। ফলে তারা নানা অনিশ্চয়তার মধ্যে জীবন পার করতে শুরু করেন। এ নিয়ে নানা দফায় সংবাদ সম্মেলন, মানববন্ধন, পদযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করেছেন তারা।

সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুমা আক্তার বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশ্বাসের পর আমরা তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা কাজ চলমান, আরও এক সপ্তাহ লাগবে, দুই সপ্তাহ লাগতে পারে ইত্যাদি বলে এক অদৃশ্য কারণে সময়ক্ষেপণ করছেন।’

তিনি বলেন, ‘আমাদের এ অনশন এবং অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এতে আরও অনেকে যোগ দেবে। এর মধ্যে কয়েকজন আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন। গেজেটভুক্ত করে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়ন করে নোটিশ না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence