রেলওয়ের নিয়োগ পরীক্ষা কি মার্চে হবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ AM

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, রেলওয়ের নিয়োগ পরীক্ষা কবে হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। পরীক্ষার তারিখ নিয়ে খুব দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, রেলওয়ের নিয়োগ পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে তিন ধাপে অর্থাৎ প্রিলি, রিটেন এবং ভাইভার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এছাড়া ৫টি ক্লাস্টারে পরীক্ষা নেওয়া এবং সিলেবাস প্রনয়নের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের পরীক্ষা মার্চে নেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হবে না। সিলেবাস এবং ক্লাস্টার পদ্ধতিতে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরীক্ষা ঈদুল ফিতরের পর আয়োজন করা হতে পারে।’
এর আগে গত ২ ডিসেম্বর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পিএসসি। ওইদিন এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো।’
গত ৫ জুলাই রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার পর ৭ জুলাই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে পিএসসির অধীন অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়।