৪২তম বিসিএস থেকে আরও ১৫ চিকিৎসক নিয়োগ হতে পারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ PM
৪২তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে আরও ১৫ জনকে নিয়োগের সুপারিশ করা হতে পারে। শিগগিরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনে চিঠি পাঠানো হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর)) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পিএসসি’র কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বগুড়ার রুরাল ডেভলপমেন্ট একাডেমির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিতে ১৫ জন চিকিৎসকের চাহিদা পাঠাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সভা করে সিদ্ধান্ত নেবে পিএসসি।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ৪২তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে আরও ১৫ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। তাদের কাছে চিঠি পাওয়ার পর আমাদের বিদ্যমান আইনে নিয়োগ সুপারিশ করা সম্ভব কি না সেটি দেখা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বিশেষ বিসিএসের মাধ্যমে ২০২১ সালের সেপ্টেম্বরে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরবর্তীতে বিভিন্ন ধাপে নন-ক্যাডারে বেশ কয়েকজনকে নিয়োগের সুপারিশ করা হয়। এবার আরও ১৫ জনকে নিয়োগের সুপারিশের উদ্যোগ নেওয়া হলো।