দুই বছর পর ক্লাসে, এনএসইউতে ফ্ল্যাশ মবে বরণ শিক্ষার্থীদের

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আয়োজন করা হয় ফ্ল্যাশ মবের
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আয়োজন করা হয় ফ্ল্যাশ মবের  © টিডিসি ফটো

সরকারি নির্দেশনা মোতাবেক দীর্ঘ দুই বছর পর সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রথম দিনেই শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্ল্যাশ মবের।

বিশ্ববিদ্যালয়ের সিনে এন্ড ড্রামা ক্লাবের পক্ষ থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র প্লাজা চত্ত্বরে আয়েজন করা হয় ফ্ল্যাশ মবের। এর বিষয়বস্তু ছিলো বাংলা আধুনিক এবং পুরোনো দিনের উদ্দীপনামূলক গান। এতে সিনে এন্ড ড্রামা ক্লাবের সদস্যদের সাথে অংশ নেন সাধারন শিক্ষার্থীরাও।

আরো পড়ুন: ভারতে ঘুরতে গিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আয়োজকদের মতে, এই ফ্ল্যাশ মব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে ও উজ্জীবিত করবে। একইসঙ্গে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে আগমণ উপলক্ষে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সময় প্লাজা চত্ত্বরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence