ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন কাল

  © টিডিসি ফটো

আগামীকাল ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। দিবসটি উপলক্ষে রাজধানী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এ শহীদ মিনারটি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নানাভাবে এই দিবসটি পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অবশেষে দীর্ঘ কয়েক মাস নির্মাণ শেষে তৈরি হয়েছে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার। আগামীকাল ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এ শহীদ মিনারটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। 

পুষ্পস্তবক অর্পণ করে নবনির্মিত মিনারটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন।

দেশে প্রথম শহীদ মিনার কোথায় হয়েছিল সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া হয়নি আজও। তবে বিভিন্ন স্থানের ভাষা সৈনিকদের তথ্য বলছে, প্রথম শহীদ মিনার হয়েছিল রাজশাহীতে। ১৯৫২ সালের ফেব্রুয়ারির ২১ তারিখ দিবাগত রাতে রাজশাহী কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকায় এটি তৈরি হয়।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙা-গড়ার বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বদরুল আলম ও সাঈদ হায়দারকে দিয়ে ডিজাইন করিয়ে নেওয়া হয়েছিল। কারণ, স্মৃতিস্তম্ভের বিষয়টি বদরুল ছেলেবেলায় তার বাবার কাছে শুনেছিল। তারই আদলে ২২ ফেব্রুয়ারি রাতে তিনি একটা নকশা করে দেন। ২৩ ফেব্রুয়ারি রাতেই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ শেষ হলে ২৪ ফেব্রুয়ারি শহীদ মিনার এর উদ্বোধন করেছিলেন ভাষা শহীদ সফিউর রহমানের বাবা।’ যদিও ততক্ষণে রাজশাহীর শহীদ মিনার তৈরি হয়ে সেটা ভেঙেও ফেলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence