নর্থ সাউথের শিক্ষক হত্যায় ২ আসামির দণ্ড কমে যাবজ্জীবন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেওয়ান রাহাত করিম মুকুল হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মোসারফ হোসেন ও লিটন মল্লিক। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মুক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেনের কোনো আবেদন না থাকায় এ বিষয়ে আদেশ দেননি আদালত।সেইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন ও এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক দেওয়ান রাহাত করিম মুকুলকে বিমানবন্দর সড়কের (আর্মি স্টেডিয়াম) পাশের এলাকা থেকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই রাতেই মুকুল মারা যান। পরদিন গুলশান থানায় মামলা করে পুলিশ।

এর কয়েকদিন পর অটোরিকশার ড্রাইভার আলালকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে মোসারফ হাজী নামে একজনকে ওই বছরের ২ অক্টোবর গ্রেফতার করা হয়। এরপর জাহাঙ্গীর হোসেন ও মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে ওই চারজন এবং লিটক মল্লিক নামের আরেকজনসহ মোট ৫ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ২৫ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ।

২০০৯ সালের ২৯ জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এক রায়ে মলমপার্টির সদস্য মোসারফ হোসেন ও লিটন মল্লিককে মৃত্যুদণ্ড এবং মুক্তার হোসেন, জাহাঙ্গীর এবং আলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে আসামি লিটন মল্লিক পলাতক ছিলেন। বিচারিক আদালতের রায়ের পর আত্মসমর্পণ করে হাইকোর্টে আপিল করেন তিনি।

এদিকে, বিচারিক আদালতের পাঠানো ডেথ রেফারেন্স ও কারাবন্দি আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট চারজনের সাজা বহাল রেখে ২০১৫ সালের ১৫ জানুয়ারি রায় দেন। রায়ে সিএনজিচালিত অটোরিকশা চালক আলালকে খালাস দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence