গবির কলা অনুষদের নতুন ডিন রফিকুল আলম

২৯ মে ২০২১, ০৪:৫৩ PM
অধ্যাপক রফিকুল আলম

অধ্যাপক রফিকুল আলম © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রফিকুল আলম। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সহযোগী অধ্যাপক রফিকুল আলমকে আগামী ২ (দুই) বছর মেয়াদের জন্য গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। যা গত ১৭ মে থেকে কার্যকর হবে।

নবনিযুক্ত ডিন রফিকুল আলম জানান, গত ১৭ মে থেকে তাঁকে এই দায়িত্ব দেয়া হয়েছে। অনুষদকে এগিয়ে নিতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই অনুষদের সদ্য বিদায়ী ডিন বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা। তাঁর ডিনের মেয়াদ শেষে নতুন ডিনের দায়িত্ব হস্তান্তর করা হয়।

রফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও কর্মরত ছিলেন।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬